ব্যাংককে বায়ুদূষণে বন্ধ হলো ৩৫০ স্কুল

ধোঁয়াচ্ছন্ন ব্যাংকক শহর
ধোঁয়াচ্ছন্ন ব্যাংকক শহর  © সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বায়ুদূষণের কারণে ৩৫০টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) এ ঘোষণা দেয় ব্যাংকক নগর কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্যাংকক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের মতে, বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ব্যাংককের অবস্থান আজ সপ্তম।

কয়েক বছর ধরেই থাইল্যান্ডে বায়ুদূষণ বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। এ বছর বায়ূদুষণের অবস্থা এমন মারাত্মক অবস্থায় পৌঁছেছে, যা ২০২০ সালের পর সবচেয়ে বেশি বিপর্যয়কর। এ কারণে ব্যাংককে প্রায় সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালেও বায়ুদূষণের কারণে ব্যাংককে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।

নগর কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন বায়ু দূষণের কারণে ৩১টি জেলার ৩৫২টি স্কুল বন্ধ করে দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নগর কর্তৃপক্ষ ২৫০টি স্কুল বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে নগরের কর্মজীবীদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানায়। এ ছাড়া শহরের রাস্তায় ভারী যানবাহন চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরদিন শুক্রবার বন্ধ ঘোষিত স্কুলের সংখ্যা আরও বাড়ানো হয়।

আবহাওয়াবিদেরা বলছেন, শীতকালীন শুষ্ক ঝড়, ফসলের খড় পোড়ানোর ধোঁয়া ও গাড়ির ধোঁয়া মিলে ব্যাপকভাবে বায়ুদূষণ সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নগরে খড় পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ফসেলর খড় পোড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠানে সুইজারল্যান্ডের দাভোসে রয়েছেন। সেখান থেকেই বায়ুদূষণ রোধে তাঁর প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence