ফের কিমের সঙ্গে যোগাযোগ করতে চান ট্রাম্প

ফের উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমকে ‘স্মার্ট ব্যক্তি’ বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, কিম জং উনের সঙ্গে ফের যোগাযোগ করার কোনো পরিকল্পনা তার আছে কি না। উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে। তিনি একজন স্মার্ট ব্যক্তি এবং তিনি আমাকে পছন্দ করেন।’

এর আগে নিজের প্রথম মেয়াদে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (তৎকালীন টুইটার) কিমের সঙ্গে হ্যান্ডশেকের সেই ছবি পোস্টও করেছিলেন, যা রীতিমতো চমক সৃষ্টি করেছিল আন্তর্জাতিক রাজনীতিতে।

২০১৯ সালের ৪ জুলাই দুই কোরিয়ার মাঝের বেসামরিক এলাকায় (ডিএমজেড) ঘটেছিল এ সাক্ষাৎ। পরে ট্রাম্প সীমান্তরেখা অতিক্রম করে উত্তর কোরিয়ার মাটিতেও পা রাখেন। বস্তুত, সেটি ছিল কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের প্রথম উত্তর কোরিয়ায় পা রাখা।

বৃহস্পতিবারের সাক্ষাৎকারে সেই স্মৃতি স্মরণ করে ট্রাম্প বলেন, `আমি তার (কিম) সঙ্গে একটি সমঝোতায় আসতে চাইছিলাম এবং আমরা একটা চুক্তির খুব কাছাকাছি ছিলাম। ওই সময় পুতিনের (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) সঙ্গেও পরমাণু অস্ত্র হ্রাস বিষয়ক একটি চুক্তি নিয়ে আমার আলোচনা চলছিল….কিন্তু একটা বাজে নির্বাচন (২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচন) সবকিছু ভন্ডুল করে দিলো।'


সর্বশেষ সংবাদ