মাউন্ট এভারেস্ট আরোহণে ৩৬ শতাংশ খরচ বাড়াচ্ছে নেপাল

২২ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
মাউন্ট এভারেস্ট

মাউন্ট এভারেস্ট © ব্রিটানিকা

মাউন্ট এভারেস্ট আরোহণের ক্ষেত্রে অনুমোদন ফি ৩৬ শতাংশ বাড়াচ্ছে নেপাল সরকার। এতে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গে আরোহণের খরচ প্রায় এক দশক পরে বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

পর্বত আরোহণের অনুমোদন ফি ও এক্ষেত্রে বিদেশি আরোহীদের খরচ নেপালের আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় অবদান রাখে। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে নেপালে মাউন্ট এভারেস্টসহ আটটির অবস্থান।

নেপালের পর্যটন অধিদপ্তরের মহাপরিচালক নারায়ণ প্রসাদ রেগমি জানিয়েছেন, ৮,৮৪৯ মিটার পর্যন্ত এভারেস্টে আরোহণের অনুমতি নিতে খরচ করতে হবে ১৫ হাজার ডলার। যা বর্তমান ১১ হাজার ডলারের চেয়ে ৩৬ শতাংশ বেশি।

রেগমি বলেন, ‘অনেকদিন ধরেই অনুমোদন ফি পর্যালোচনা করা হয়নি। এবার সেগুলো আমরা আপডেট করেছি।’

নতুন ফি সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং সাধারণ সাউথ ইস্ট রিজ বা সাউথ কোল রুটে এপ্রিল-মে মৌসুমে প্রযোজ্য হবে।  সেপ্টেম্বর-নভেম্বর পর্বতারোহীদের জন্য জনপ্রিয় না হলেও এ মৌসুমেও ফি ৩৬ শতাংশ বাড়িয়ে ৭ হাজার ৫০০ ডলার করা হচ্ছে। 

তবে এই অতিরিক্ত রাজস্ব কোন খাতে ব্যবহার করা হবে তা এখনো জানাননি রেগমি।

কিছু অভিযাত্রী সংগঠক জানিয়েছে, এই ফি বৃদ্ধি গত বছর থেকে আলোচনা করা হচ্ছে। এতে পর্বতারোহীদের নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা কম। এভারেস্টের জন্য প্রতি বছর প্রায় তিনশটি অনুমোদন দেওয়া হয়।

কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা
  • ২৭ জানুয়ারি ২০২৬