লস অ্যাঞ্জেলেসের দাবানলে ঘরছাড়া হলেন অনেক হলিউড তারকাও
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১১:৩০ AM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিশেডস এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। আগুন থেকে বাঁচতে গাড়ি ও পায়ে হেঁটে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও।
হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডসসহ অনেকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, বুধবার (৮ জানুয়ারি) অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানায়।
লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকে আগুন ধেয়ে আসলে জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকাকে বাড়ি ছাড়তে হয়েছে।
অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, লোকজন তাদের গাড়ি রাস্তায় ফেলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের এবং প্রিয়জনদের নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আবার অনেক তারকা এ অবস্থায় বন্য প্রাণীদের নিয়েও চিন্তিত। জেনিফার অ্যানিস্টোন ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। তিনি পলিসেডসের আশেপাশে কারো বাড়িতে বন্য প্রাণী চলে এলে তাদের নিজেদের বাড়ির ভেতরে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য অনুরোধ করেন।
হলিউড অভিনেতা মার্ক হ্যামিল একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।
কর্তৃপক্ষ থেকে প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৩ হাজারের বেশি বাড়ি আগুনের হুমকির মুখে রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়ির সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।