বাংলাদেশ থেকে গুন্ডা ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গে: মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে গুন্ডা ও অনুপ্রবেশকারীরা ঢুকছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পশ্চিমবঙ্গের রাজ্য ভবন 'নবান্নে' এক প্রশাসনিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনার সময় এই দাবি করেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম 'সংবাদ প্রতিদিন' প্রকাশিত ওই বৈঠকের ভিডিওতে তাকে এ দাবি করতে শোনা যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা জানতে পেরেছি, ইসলামপুর, সিতাই, চোপড় এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে বিএসএফ। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার (সীমান্ত) দিয়ে খুন করে আবার (বাংলাদেশে) চলে যাচ্ছে এমন লোক পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, রাজ্যকে অস্থিতিশীল করতে নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে তারা। এটি বিএসএফের অনেক ভেতরের কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটি ব্লুপ্রিন্ট (নীলনকশা) আছে। তা না থাকলে এমনটি হতো না।’

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে দায়ী করার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ যদি রাজ্যকে অস্থিতিশীল করার চিন্তা করে এবং এর দায় তৃণমূল কংগ্রেসের ওপর চাপাতে চায়, তাহলে আমি বলব, এটা তৃণমূল করেনি, (সীমান্ত) এলাকার নিয়ন্ত্রণ বিএসএফের হাতে, তৃণমূলের হাতে নয়। কিছু চ্যানেল তাদের টিআরপি বাড়ানোর জন্য এ ধরনের খবরগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।’

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই, ওখানেও (বাংলাদেশে) শান্তি থাক, এখানেও শান্তি থাক। দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই। চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার কারণে বাংলাদেশিরা এখানে (ভারতে) আসতে পারেন তবে আমাদেরকে (ভারত সরকার) তা জানাতে হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি, বাংলাদেশ নিয়ে আপনারা যে সিদ্ধান্ত নিবেন, আমরা তা অনুসরণ করব। কিন্তু আমি যদি দেখি কেউ আমার রাজ্যকে অস্থিতিশীল করতে সন্ত্রাসবাদে সহায়তা করছে, আমি তার প্রতিবাদ জানাব।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence