কায়রোতে ইউনূস-শাহবাজ বৈঠক, আরও কাছে এলো দুই দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ PM
ছাত্র-জনতার অভ্যুত্থানে ঐতিহাসিক ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্কে উন্নতি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর হয়েছে। বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে উভয় দেশের সরকার। এরই ধারাবাহিকতায় মিশরের রাজধানী কায়রোতে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ। প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কায়রোতে উন্নয়নশীল ৮ মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে উপস্থিত আছেন ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ। সেখানেই এক ফাঁকে বৈঠকে বসেছেন দুই নেতা। কয়েক মাসের মধ্যে দুইবার আনুষ্ঠানিক বৈঠকে বসলেন তারা। শীর্ষ পর্যায়ের বৈঠকের ফলে দুই দেশ আরও কাছাকাছি এলো মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
কায়রোর একটি হোটেলে তারা বৈঠকে বসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ড. ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।