সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে এই মোহাম্মদ আল বশির?

মোহাম্মদ আল বশির
মোহাম্মদ আল বশির  © সংগৃহীত

সিরিয়ায় বিদ্রোহীদের বারো দিনের অভিযানে পতন হয়েছে দীর্ঘ দিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের। তার পতনের পর সিরিয়ার  নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল বশির। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোহাম্মদ আল বশির । 

সংবাদসংস্থা  রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশিরের রাজনৈতিক পরিচিতি ইদলিব প্রদেশের বাইরে বিশেষভাবে পরিচিত নয়। আসাদ শাসনামলে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক অংশ বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে ছিল। ওই অঞ্চলে বিদ্রোহীদের গঠিত সালভেশন গভর্নমেন্টের প্রশাসনিক দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে আল বশিরের।

বিদ্রোহী পরিচালিত প্রশাসনের একটি ফেসবুক পেইজে বলা হয়েছে, সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দেওয়া ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সংশ্লিষ্ট সালভেশন গভর্নমেন্টের নেতৃত্বে ছিলেন। বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই সরকার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশ ও ইদলিবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করত।

উল্লেখ্য,  মোহাম্মদ আল বশির ১৯৮৩ সালে সিরিয়ার ইদলিব শহরের জাবাল আল-জাউইয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিকাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। পরে তিনি ইদলিব বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ ও আইন বিষয়ে শিক্ষালাভ করেন।


সর্বশেষ সংবাদ