নিউইয়র্কে দেখা মিলল হাসিনার ‘৪০০ কোটি টাকার’ সেই পিয়নের

০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত সেই ‘৪০০ কোটি টাকার পিয়ন’ কে নিউইয়র্কে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে জাহাঙ্গীর আলমকে মাঙ্কি ক্যাপ পরিহিত অবস্থায় নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে দেখা যায়। 

জাহাঙ্গীর এ সময় টুপি পরে নিজের মাথাসহ পুরো মুখ ঢাকার চেষ্টা করলেও গোপন ক্যামেরায় তিনি ধরা পড়েন। ৪০০ কোটি টাকার বেশি লোপাট করে পরিবারসহ আমেরিকা পাড়ি জমান আলোচিত এই পিয়ন।

কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নিজেই বলেছিলেন, ‘তাঁর পিওন জাহাঙ্গীর আলম ৪০০ কোটি টাকার মালিক।’  সে সময় শেখ হাসিনা বলেছিলেন, ‘আমার বাসায় কাজ করে গেছে, পিয়ন। যে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটা বাস্তব কথা। তো কী করে বানাল এই টাকা! যখনই আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড–টার্ড সব সিজ করে ব্যবস্থা নিয়েছি।’

সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ২০০৯ থেকে ২০১৮ সালের দুই মেয়াদের পুরোটা সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে একসময় কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় কর্মরত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বিরোধী দলে থাকার সময় জাহাঙ্গীর আলম তাঁর বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেন। 

আরও জানা যায়, জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারীর কাজ করলেও তিনি সবসময় নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী। শুধু তাই নয়, আওয়ামী নেতাদের কাছে তদবির করেও হাতিয়ে নিতেন এই কর্মচারী। এই পরিচয় কাজে লাগিয়ে নোয়াখালী–১ সংসদীয় আসনে নিজের একটি রাজনৈতিক ব্লকও তৈরি করেছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলনের পর আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম। দেশজুড়ে দুর্নীতি নিয়ে আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা হতে থাকে। সরকার তখন তার বিষয়ে অনুসন্ধান শুরু করে। স্ত্রী কামরুন নাহার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে জানা যায়, জাহাঙ্গীর আলম পরিবারসহ আমেরিকায় পালিয়েছেন।

ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন দেখুন এ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩ জা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার ঘোষণা উপজেলা ছাত্রলীগ সহ-সভাপত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের বাসে হিজাব-নন হিজাব, হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬