যুক্তরাষ্ট্রের সেরা যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী বানাল চীন

১৩ নভেম্বর ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
চীনের জে-৩৫ যুদ্ধবিমান

চীনের জে-৩৫ যুদ্ধবিমান © সংগৃহীত

চীন তৈরি করল পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে–৩৫, যা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে এ যুদ্ধবিমান প্রথমবারের মতো হাজির করা হয়। চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল চীনের গুয়াংডং প্রদেশে পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানে অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল জে-৩৫। চীনের এই প্রদর্শনী চলবে  আগামী রোববার পর্যন্ত।

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বা গণমুক্তি ফৌজের বিমানবাহিনী গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানটির অনন্য কিছু ফিচার আছে। পিএলএ—এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধবিমানের নকশা অনুকরণ করে চীন অনেক আগে থেকেই। চীনের নতুন যুদ্ধবিমান জে–৩৫ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ–৩৫–এর মতোই। পার্থক্য শুধু, জে–৩৫–এ দুটি ইঞ্জিন আছে এবং এফ–৩৫–এ আছে একটি ইঞ্জিন।

এর আগেও চীন মার্কিন এফ-২২ র‍্যাপটরের নকশা অনুকরণ করে তৈরি করেছিল জে-২০। তফাত শুধু জে-২০–এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে, যা এফ-২২ তে নেই। এছাড়াও মার্কিন এফ-১৬ এর সাথে সাদৃশ্য রেখে চীন তৈরি করেছিল চেংডু জে-১০, যা ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত। 

বগুড়াবাসীর দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
বুরকিনা ফাসোয় রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা ইব্রাহিম ত্রাওরোর
  • ৩০ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১০২ ভতিচ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ৩০ জানুয়ারি ২০২৬