প্রিয়াঙ্কার প্রথম ভোট পরীক্ষা আজ, পাবেন কি লোকসভার টিকিট?

প্রিয়াঙ্কা গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধী  © সংগৃহীত

ভারতের বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ও লোকসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় কেরালা রাজ্যের ওয়েনাড় লোকসভা আসন। ভাই বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া কেরালার ওয়েনাড় আসন থেকে উপনির্বাচনে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন দেশটির গান্ধী পরিবারের সন্তান প্রিয়াঙ্কা। 

আজ বুধবার (১৩ নভেম্বর) সেখানে উপনির্বাচন হচ্ছে। এতদিন শুধু রাজনীতিতে জড়িয়ে থাকলেও এবারই প্রথম জাতীয় নির্বাচন করছেন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচনে জয়লাভ করলে প্রথমবারের মতো লোকসভায় যাবেন। তাই স্বাভাবিকভাবে সবার চোখ এখন প্রিয়াঙ্কা গান্ধীর দিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়েনাড় উপনির্বাচনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ও বিজেপির নভ্যা হরিদাস প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়েনাড় আসনে এবার দলটি প্রিয়াঙ্কাকে প্রার্থী করে এই অবস্থান ধরে রাখতে চাইছে। 

এদিকে ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ৪৩টিতে ভোটগ্রহণ চলছে। ১৫ হাজার ৩৪৪টি বুথে ভাগ্যপরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ৩৮ আসনের ভোট অনুষ্ঠিত হবে। নভেম্বরের ২৩ তারিখ হবে ভোট গণনা।

অপরদিকে আজ ১০ রাজ্যের ৩১টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। এর মধ্যে রাজস্থানে ৭টি, পশ্চিমবঙ্গে ৬টি, আসামে ৫টি, বিহারে ৪টি, কর্ণাটকে ৩টি এবং মধ্যপ্রদেশে ২টি আসনে ভোটগ্রহণ চলছে। সেইসঙ্গে ছত্তিশগড়, গুজরাট, কেরালা ও মেঘালয়ের একটি করে আসনেও উপনির্বাচনের ভোট চলছে


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence