ট্রাম্প সাহসী, আসল পুরুষ: পুতিন

ট্রাম্প এবং পুতিন
ট্রাম্প এবং পুতিন  © সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নিকট ভবিষ্যতেই কথা হতে পারে তাদের মধ্যে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা কথা বলব এবং নিকট ভবিষ্যতেই এটা ঘটবে।’

এদিকে নির্বাচনে জয়ের একদিন পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সাহসিকতার প্রশংসা করে বলেছেন, তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মস্কো। সাহসিকতার জন্য ট্রাম্পকে 'আসল পুরুষ' হিসেবেও অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় পুতিন বলেন, 'যখন তার ওপর আক্রমণ হলো, তখন তিনি যে সাহসিকতা দেখিয়েছেন তা আমাকে মুগ্ধ করেছে।'

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা দিলেন ইলন মাস্কের রূপান্তরকামী মেয়ে

বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরের এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে কথা বলেন পুতিন। সেখানে পুতিনের কথায় উঠে আসে নির্বাচনী প্রচারের হত্যাচেষ্টার পরও ট্রাম্পের সাহসিকতার প্রশংসা। ভ্লাদিমির পুতিন বলেন,‘ আমি আগেও বলেছি, আমেরিকার জনগণের ম্যান্ডেটে নির্বাচিত প্রেসিডেন্টের সাথে কাজ করতে রাশিয়ার অনীহা নেই। মস্কো সবসময়ই এই নীতিতে বিশ্বাসী। পশ্চিমা নেতাদের মধ্যে কেউ যদি যোগাযোগ শুরু করতে চায়, রাশিয়ার তাতেও কোনো আপত্তি নেই।’

মঙ্গলবার ভোটগ্রহণের পর বুধবারই নিশ্চিত হয়ে যায় যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের ফলাফল প্রকাশের পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা শুভেচ্ছা জানানো শুরু করেন ট্রাম্পকে। এ পর্যন্ত ৭০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পকে টেলিফোনে বা লিখিতভাবে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

পুতিন দাবি করেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রথম মেয়াদে তাকে বিশ্বনেতারা ইতিবাচক হিসেবে গ্রহণ করতে পারেননি। এ কারণেই ট্রাম্প তার শাসনামলে দূরদর্শিতা দেখাতে ব্যর্থ হয়েছেন বলেও মনে করেন পুতিন।


সর্বশেষ সংবাদ