চিফ অব স্টাফ হিসেবে সুসিকে নিয়োগ দিলেন ট্রাম্প

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম নিয়োগে চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাম্প তাঁকে এই পদে মনোনীত করেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রেসিডেন্টের প্রশাসনিক কার্যক্রমের মূল সমন্বয়ক হিসেবে কাজ করেন। তাঁরা প্রেসিডেন্টের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পরিচালনা করেন এবং প্রশাসনিক কর্মীদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। পাশাপাশি, বিভিন্ন নীতিগত বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শও দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন সুসি ওয়াইলস। নির্বাচনে জয়লাভের পর ট্রাম্প সুসির প্রশংসা করে বলেন, “তিনি নেপথ্যে থেকে কাজ করতে পছন্দ করেন।”

সুসি ওয়াইলসকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে একটি 'ভয়ঙ্কর পরিচালক' হিসেবে পরিচিতি পাওয়া গেছে। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান, “আমার ক্যারিয়ারের শুরুর দিকে শিষ্টাচার এবং প্রাতিষ্ঠানিক আদর্শকে গুরুত্ব দিতাম। অনেকেই মনে করেন আমি খুব কঠোর, কিন্তু আমি আসলে খুব ভদ্র।”

সুসির রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৮০ সালে রোনাল্ড রিগানের নির্বাচনী প্রচারণায় কাজ করার মাধ্যমে। পরে ২০১০ সালে তিনি ফ্লোরিডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রাইমারির সময়, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং তাঁর ফ্লোরিডা প্রচারণার সহ-সভাপতি হিসেবে যোগ দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence