আমেরিকার নির্বাচনে ভোট দিলেন সাকিবের স্ত্রী উম্মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ PM
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। আগাম ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টা পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৬৭ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২১৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।
এ নির্বাচনে ভোট প্রদান করেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। আজ মঙ্গলবার দুপুরে তার ফেসবুক স্টোরিতে দেওয়া একটা ছবিতেই আছে তার প্রমাণ। সেই ছবিতে দেখা যাচ্ছে, শিশিরের হাতে সাঁটানো স্টিকারে লেখা, 'আমি ভোট দিয়েছি'।
রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পারেননি সাকিব। দুবাই থেকেই তাকে ফিরে যেতে হয়েছে। আজ থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি নেই। তাকে আর জাতীয় দলে দেখা যাবে কিনা- সেটা এখন বড় প্রশ্ন।
এর আগে, বাংলাদেশ সময় দুপুরে (যুক্তরাষ্ট্রে ভোর রাত) সাকিবের সহধর্মিণী উম্মে আহমেদ শিশির ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, নিউইয়র্কের ফাঁকা রাস্তায় হাস্যোজ্জ্বল সাকিব-শিশিরকে। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘নিউইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়।’