পাকিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে
পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে  © এএফপি

পাকিস্তানে একটি স্কুলের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশুসহ নিহত হয়েছেন ৭ জন। শুক্রবার (১ নভেম্বর) সকালে বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় এ বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি বলেন, ‘এ পর্যন্ত পাঁচ স্কুল শিক্ষার্থীসহ সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ১৭ জন আহত হয়েছেন। নৃশংস এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘উপকমিশনার এবং সহকারী কমিশনার হাসপাতালগুলোর পরিস্থিতির ওপর নজর রাখছেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।’

এদিকে কালাত জেলা প্রশাসক নাইম বাজাই বলেছেন, ‘নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আর যেসব শিশু নিহত হয়েছে, তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।’ তবে আহতদের ব্যাপারে তিনি কিছু বলেননি।

আহতদের ব্যাপারে মাস্তুং এলাকার পুলিশের কর্মকর্তা মিয়াঁদাদ উমরানি ডনকে বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।’

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল সাড়ে ৮ টার দিকে এ বিস্ফোরণ ঘটেছে। এ হাসপাতাল থেকে ১ মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে মেয়েদের একটি স্কুল।

প্রশাসক নাইম বাজাই জানান, পুলিশের একটি টহল গাড়ির কাছে মোটরসাইকেলে যুক্ত থাকা একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে।

নৃশংস এ বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence