ব্রাজিলে নিষিদ্ধ এক্স
ভিপিএন দিয়ে ‘এক্স’ চালালে দিতে হবে জরিমানা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ PM
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্লক করতে ব্রাজিলের ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস। এক্স অ্যাপটি ব্লক করার পাশাপাশি ভিপিএন দিয়ে অ্যাপটি ব্যবহার আইনত নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দেয়া এ আদেশ ব্রাজিলের একটি নিউজ সাইটে প্রকাশিত হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইলোন মাস্ক তার মামলাসংক্রান্ত আইনি প্রতিনিধি নিয়োগ করতে অস্বীকৃতি জানানো এবং মোরায়েসের আদেশ অনুযায়ী এক্সের কিছু অ্যাকাউন্ট বন্ধ করতে রাজি না হওয়ায় এ নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মোরায়েস জানান, কেউ যদি ভিপিএনের সহায়তায় এক্স ব্যবহার করেন, তবে দৈনিক ৫০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৮ হাজার ৯০০ ডলার) জরিমানা হতে পারে।
এছাড়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোরায়েস টেলিকম ও টেক কোম্পানিগুলোকে এক্স অ্যাপটি তাদের অ্যাপ স্টোর ও প্লাটফর্ম থেকে সরানোর জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। অ্যাপল ও গুগলকে এ সামাজিক মিডিয়া অ্যাপটি সরানোর জন্য পাঁচদিন সময় দেয়া হয়েছে। সেই সঙ্গে দেশের ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে এ আদেশ বাস্তবায়নে।
বিচারপতি মোরায়েস বৃহস্পতিবার স্পেসএক্সের স্টারলিংকের ব্রাজিলীয় ব্যাংক অ্যাকাউন্টগুলোও ফ্রিজ করে দিয়েছেন, যেন ইলোন মাস্ক আদালতের আদেশ মানতে বাধ্য হন। এর আগে বেশকিছু এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ এনেছিলেন মোরায়েস।
অধিকাংশ অ্যাকাউন্টই ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসানারোর সমর্থক। তদন্ত চলাকালীন অ্যাকাউন্টগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মোরায়েস। তিনি সতর্ক করেছিলেন এক্স যদি ব্রাজিলে আইনি প্রতিনিধি নিয়োগ না দেয়, তাহলে পুরো ব্রাজিলে এক্স প্লাটফর্ম নিষিদ্ধ করা হবে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর মোরায়েস তার প্রতিশ্রুতি পালন করেছেন।