বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল বতসোয়ানায়

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ড
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ড  © সংগৃহীত

আফ্রিকা মহাদেশের দেশ বোতসোয়ানার খনিতে পাওয়া গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ড। এটি ২ হাজার ৪শ ৯২ ক্যারেটের স্টোন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ড আহরণের খবর প্রকাশ করে।

খবরে জানানো হয়, বোতসোয়ানার রাজধানী গ্যাবরোন থেকে ৫শ কিলোমিটার (৩শ মাইল) দূরে কারাওয়ি খনি থেকে আহরণ করা হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ড। এক্স-রে দিয়ে এই হীরক খণ্ডটির সন্ধান পাওয়া যায়।

বোতসোয়ানার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হীরার খনিটি দক্ষিণাঞ্চলের আফ্রিকান প্রদেশে অবস্থিত। এর আগে ২০১৯ সালে এই খনি থেকেই তৃতীয় বৃহত্তম হীরক খণ্ডটি আহরণ করা হয়। এটির ওজন ১ হাজার ৭শ ৫৮ ক্যারেট।

আহরণ করা দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ডের খনির মালিক কানাডিয়ান ফার্ম লুক্রানা ডায়মন্ড নামে একটি সংস্থা। আহরণ করা হীরার বর্তমান বাজার মূল্য কত তা সংস্থার পক্ষ থেকে এখনো জানানো হয়নি।

এর আগে পাওয়া বৃহত্তম হীরক খণ্ডটি ছিল ৩ হাজার ১শ ৬ ক্যারেটের। সেটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। পরে এই হীরক খণ্ডটি ৯টি টুকরায় বিভক্ত করা হয়। বর্তমানে সেটি ব্রিটিশ ক্রাউন জুয়েল হিসেবে ব্যবহৃত হচ্ছে।


সর্বশেষ সংবাদ