খেলার সময় ৫০ ফুট গভীর কূপে পড়ে গেল শিশু

কূপটি থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে
কূপটি থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে  © আনন্দবাজার

ভারতের মধ্যপ্রদেশের রেবা জেলায় খেলতে খেলতে ৫০ ফুট গভীর কূপে পড়ে গেছে ছয় বছরের শিশু। শুক্রবার (১২ এপ্রিল) একটি কৃষিজমিতে খেলার সময় কূপের মধ্যে পড়ে যায় শিশুটি। তাকে উদ্ধারের জন্য তৎপর হয়েছে প্রশাসন। যে কূপের মধ্যে বালক পড়ে গিয়েছে, সেটির ব্যাস ৬ সেন্টিমিটার। রেবার অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার জানিয়েছেন, শিশুটি এখনও কূপের মধ্যে আটকে আছে।

অনিল বলেন, ‘শিশুটি খেলতে গিয়ে কূপের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে বের করে আনতে অভিযান শুরু করে। দু’টি বড় বড় যন্ত্র এনে অভিযান চলছে। খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করা হবে বলে আশা তার।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির ৩৬৫ কোটির সম্পত্তি জব্দ

অনিল জানিয়েছেন, বারাণসী থেকে উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছাবে। শিশুটির সঠিক অবস্থান জানার চেষ্টা চলছে। একটি সমান্তরাল গর্ত খননের প্রক্রিয়াও চলছে যাতে আটকে পড়া ছয় বছরের শিশুটিকে নিরাপদে বার করা যায়। তার শ্বাসপ্রশ্বাস নিয়ে যাতে কোনও অসুবিধা না হয়, তার বন্দোবস্তও করা হচ্ছে বলে জানান তিনি। খবর: আনন্দবাজার।


সর্বশেষ সংবাদ