যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনের সময় মসজিদের বাইরে গোলাগুলি, আহত ৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ০৯:১০ AM
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঈদুল ফিতরের আয়োজন চলাকালে মসজিদের বাইরে দুই গ্রুপের গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন। গুলিতে আহতসহ পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের পরে ঈদ উদ্যাপনকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় সেখানে হাজারখানেক মানুষ উপস্থিত ছিলেন। ক্লারা মোহাম্মদ মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। তবে ঈদুল ফিতরকে নিশানা করে এই ঘটনা ঘটেছে, তেমন কোনো ইঙ্গিত দেয়নি স্থানীয় পুলিশ।
পুলিশ কমিশনার কেভিন বেথেল সাংবাদিকদের বলেছেন, আজ আমাদের ভাগ্য ভালো যে, বেশি মানুষ গুলিবিদ্ধ বা কেই নিহত হননি।
তিনি জানান, বিকেলের দিকে ওয়েস্ট ফিলাডেলফিয়া পার্কে ঈদ উদযাপন করছিলেন হাজারখানেক মানুষ। তখন প্রায় ৩০টি গুলি চালানো হয়।
ফিলাডেলফিয়া পুলিশ কমিশনার বলেন, আমরা জানতে পেরেছি, পার্কের মধ্যে দুটি দল গুলি বিনিময় করেছে।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ঈদ আমাদের মুসলিম প্রতিবেশীদের জন্য সর্বদা আনন্দের সময় হওয়া উচিত। আমি ফিলাডেলফিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রত্যেক সদস্যের জন্য শোকাহত, আজ বন্দুক সহিংসতায় যাদের উদযাপন নষ্ট হয়ে গেছে।