৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মালাক্কা সাগরে ভূমিকম্পের কারণে ‘সুনামির কোনো আশঙ্কা নেই।’
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) সম্ভাব্য আফটারশকের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অংশের ওপর অবস্থান হওয়ার কারণে ইন্দোনেশিয়ায়, ফিলিপাইন ও জাপানে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি প্রাকৃতিক দুর্যোগ। ২০২১ সালের জানুয়ারি মাসে ৬ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।
তার আগে ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্প এবং সুনামিতে সুলাওয়াসি দ্বীপে নিহত হয়েছিলেন ২ হাজার ২০০ জন।
ইন্দোনেশিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৪ সালে। ওই বছর ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত হয়েছিলেন ১ লাখ ৭০ হাজার মানুষ।