যত বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

০৩ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা

হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব ছিল ভেনেজুয়েলার নাগরিক হুয়ান ভিসেন্ট পেরেজ মোরার দখলে। মঙ্গলবার (০২ এপ্রিল) ১১৪ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তা ও তার পরিবার।

হুয়ান ভিসেন্টের মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেছেন।’

ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তাঁর জন্ম। মা–বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে হুয়ান ভিসেন্টের নাম গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুকে ওঠে। গিনেস কর্তৃপক্ষ জানায়, তখন তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

পেশায় কৃষক হুয়ান ভিসেন্ট ১১ সন্তানের পিতা। ২০২২ সাল পর্যন্ত তাঁর ৪১ জন নাতি-নাতনি ছিল। একই সময়ে হুয়ানের নাতি-নাতনিদের সন্তানের মোট সংখ্যা ছিল ১৮। আর এ সময় তাঁর নাতি-নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন ছেলে-মেয়ে।

 
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!