ফিনল্যান্ডের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১

  © সংগৃহীত

ফিনল্যান্ডের ভানতা শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১২ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছে, বাকি দুজন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (০২ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ঘটনার পর পরই স্থানী বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার আহ্বান জানিয়েছে তারা। 

সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়সও ১২। প্রথমে পালিয়ে গেলেও পরে সে গ্রেপ্তার হয়। স্কুলটিতে শিক্ষার্থী সংখ্যা ৮০০ এবং কর্মকর্তা-কর্মচারী ৯০ জন। সরকারি সম্প্রচারমাধ্যম ইয়েলি জানায়, হামলার পর স্কুলের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে থাকতে বলা হয়।  

প্রত্যক্ষদর্শীরা দেশটির টেলিভিশন ওয়াইএলইকে জানায়, ঘটনাস্থল থেকে দুটি অ্যাম্বুলেন্সকে বের হতে দেখা গেছে। 

ইস্টারের ছুটির পর অন্য স্কুলের মতোই রাজধানী হেলসিঙ্কির উত্তরের দিকের শহর ভানতার স্কুলটিও খুলেছে। এর মধ্যেই এ বন্দুক হামলার ঘটনা ঘটল। পুলিশ বলছে, গুলির পর সন্দেহভাজন পালিয়ে যায়। পরে হেলসিঙ্কির উত্তরের একটি জেলার স্থানীয় নদীর ওপার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে আগ্নেয়াস্ত্র বহন করছিল।  

 

সর্বশেষ সংবাদ