টাইমস হায়ার র‌্যাঙ্কিং থেকে সরে গেল জুরিখ বিশ্ববিদ্যালয়

জুরিখ বিশ্ববিদ্যালয় নিজেদেরকে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রত্যাহার করে নিয়েছে
জুরিখ বিশ্ববিদ্যালয় নিজেদেরকে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রত্যাহার করে নিয়েছে  © সম্পাদিত

ইউরোপের শীর্ষস্থানীয় জুরিখ বিশ্ববিদ্যালয় নিজেদেরকে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি  র‌্যাঙ্কিং থেকে প্রত্যাহার করে নিয়েছে। এ র‌্যাঙ্কিং প্রদানকারী প্রতিষ্ঠান মিথ্যা উদ্দীপনা সৃষ্টি করে অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ বিশ্ববিদ্যালয়েই পিএইচডি করেছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।

সুইসইনফো ডট সিএইচ নামে একটি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বলছে, এ র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার গুণমানকে অগ্রাধিকার না দিয়ে প্রকাশনার সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। গবেষণা এবং শিক্ষাদানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনকে তারা ব্যাপকভাবে পরিমাপ করে।

আরো পড়ুন: পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া, মাসে থাকছে ২৪ হাজার টাকা

এখন থেকে টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে আর কোন তথ্য দেবে না বলে জানিয়েছে জুরিখ বিশ্ববিদ্যালয়। গত বছরের সেপ্টেম্বর সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন কর্তৃপক্ষ। ২০২৪ সালের জন্য প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে জুরিখ ছিল ৮০তম।


সর্বশেষ সংবাদ