মাতাল অবস্থায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রিন্সিপাল, হলেন বহিষ্কার

ভারতের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ
ভারতের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ  © আনন্দবাজার

খোদ প্রিন্সিপাল মাতাল। নেশা করে তিনি পৌঁছে গেছেন ভারতের প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে। তাঁর আচরণ দেখে স্তম্ভিত হয়ে যান জেলাশাসকও। অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। তৎক্ষণাৎ তাকে শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে প্রিন্সিপালকে।

ভারতের রাজস্থানের নাগৌর জেলার পরবতসর এলাকার ঘটনা এটি। অভিযুক্তের নাম অরবিন্দ কুমার। তিনি এলাকার একটি সরকারি স্কুলের প্রিন্সিপাল। উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলে পড়ানো হয়। গত ২৬ জানুয়ারি ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এলাকায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ব্লক স্তরের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রিন্সিপাল অরবিন্দ। জেলাশাসক আশিস মোদীও সেখানে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে মাথাল অবস্থায় গিয়েছিলেন প্রিন্সিপাল। পা টলছিল। আচরণও ছিল অসংলগ্ন, যা আয়োজকদের অস্বস্তিতে ফেলে।

আরো পড়ুন: চীনে দোকানে আগুন, প্রাণ গেল ৩৯ জনের

শনিবার জেলাশাসক অভিযুক্ত প্রিন্সিপালকে বহিষ্কার করার নির্দেশনামা জারি করেছেন। তাতে বলা হয়েছে, শাস্তি হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য তিনি স্কুলের প্রিন্সিপাল থাকছেন না। তবে বহিষ্কার থাকাকালীন ভারতপুরে শিক্ষা দফতরের জয়েন্ট ডিরেক্টর পদে বহাল থাকবেন।

আরও বলা হয়েছে, প্রিন্সিপালের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিভাগীয় তদন্তের করা হবে। তাতে তাঁর দোষ পাওয়া গেলে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে। খবর: আনন্দবাজার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence