ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১২৬ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় ২৪ ঘণ্টায় প্রায় ১২৬ ফিলিস্তিনি নিহত এবং ২৪১ জন আহত হয়েছেন। ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫৯ হাজারেও বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তার আগের দিন ২৪ ঘণ্টায় গাজার আল-আকসা শহীদ হাসপাতালে কমপক্ষে ৫৭ জনের মৃতদেহ এবং ৬৫ জন আহতকে আনা হয়েছে। অন্যদিকে সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে তিন ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে।

আরও পড়ুন: হিরোশিমার চেয়ে তিন গুণ বেশি বিস্ফোরক দিয়ে আঘাত হেনেছে ইসরায়েল

জাতিসংঘের মতে, ফিলিস্তিনের গাজায় প্রায় ৮৫% বাস্তুচ্যুত হয়েছেন—তাদের মধ্যে সকলেই খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং সংঘাত শুরু হওয়ার আগের তুলনায় অর্ধেকেরও কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।

গাজা উপত্যকার পাশাপাশি ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ৩৪০ ফিলিস্তিনি নিহত এবং সাড়ে তিন হাজারের বেশি আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!