রোবটের হাতে খুন হলেন অফিস কর্মকর্তা 

রোবট
রোবট  © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় এক রোবট হত্যা করেছে এক ব্যক্তিকে। এ সময় ওই ব্যক্তি একটি কৃষিজ পণ্যের প্রক্রিয়াকরণ সেন্টারে কাজ করছিলেন। কিন্তু রোবটটি তাকে বাক্স মনে করে চাপ দিয়ে মুখমণ্ডল এবং বুক দুমড়ে মুচড়ে দেয়। পরে তার মৃত্যু হয়। 

বুধবার বার্তা সংস্থা ইয়োনহাপ রিপোর্টে বলেছে, ঘটনার সময় রোবটটিতে ত্রুটি দেখা দিয়েছিল বলে মনে করা হচ্ছে। ফলে সে মানুষ এবং বাক্সের মধ্যে পার্থক্য করতে পারেনি। নিহত ব্যক্তির বয়স ৪০-এর কোটায়। তিনি তখন সাউথ গিওঙ্গস্যাং প্রদেশে কৃষিপণ্য বিতরণ সেন্টারে রোবট সেন্সর অপারেশন পরীক্ষা করছিলেন। কারখানায় ব্যবহৃত ওই রোবটটি তখন ক্যাপসিকাম তুলে নিয়ে বাক্সে ভরে তা প্রক্রিয়াকরণ করছিল। পুলিশ বলেছে, এমন সময় সেখানে উপস্থিত হন ওই ব্যক্তি। 

আরও পড়ুন: কুমিরকে পাল্টা কামড় দিয়ে প্রাণে বাঁচলেন কৃষক

রোবটটি প্রথমে হাত দিয়ে ওই ব্যক্তির শরীরের উপরের অংশকে চাপ দিয়ে পরিবাহক বেল্টের ওপর ফেলে দেয় । তারপর তার মুখ ও বুকের ওপর প্রচণ্ড জোরে চাপ দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে তিনি মারা যান। এর আগে দক্ষিণ কোরিয়ার ৫০-এর কোটার আরেক ব্যক্তি রোবটের হাতে আহত হন। তিনি একটি অটোমোবাইল পার্টস তৈরির কারখানায় কাজ করার সময় রোবটের ফাঁদে আটকে পড়েন। এতে মারাত্মক আহত হন তিনি। 


সর্বশেষ সংবাদ