গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা ওবামার, করলেন সতর্কও
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
হামাসের হামলা পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার বিরুদ্ধে যে ধ্বংসাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে তার কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাকার ওবামা।
সোমবার (২৩ অক্টোবর) তার দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসরায়েল বাহিনী যে কাজ করেছে তাতে তারা নিজেরাই তাদের ক্ষতি ডেকে এনেছে। গাজায় বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য, পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। এর ফলে ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রতি আর কঠোর হবে যা খুব খারাপ মনোভাব তৈরি করবে।
এসব করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনিদের পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন আরও কমে যাবে।
তবে বারাক ওবামা হামাসের হামলারও সমালোচনা করে বলেছেন, ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে। প্রেসিডেন্ট থাকাকালীন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সব সময় সমর্থন দিয়েছেন তিনি।
গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৫ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১৪০০ ইসরায়েলি।