মানসিক চাপ কমবে পুরুষসঙ্গীর শার্টের গন্ধে, দাবি গবেষণায়

মানসিক চাপ কমবে পুরুষসঙ্গীর শার্টের গন্ধে
মানসিক চাপ কমবে পুরুষসঙ্গীর শার্টের গন্ধে  © সংগৃহীত

আধুনিক নগরকেন্দ্রিক জীবনযাত্রায় মানসিক চাপ এড়িয়ে চলা কার্যত অসম্ভব। একজন নারীকে নানা কারণেই সৃষ্টি হতে পারে অতিরিক্ত মানসিক চাপ। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আর সেই মানসিক চাপ কমাতে সাহায্য করবে সেই নারীর পুরুষসঙ্গীর ব্যবহৃত জামা-কাপড়। এমনটাই দাবি করা হয়েছে এক গবেষণায়।  

অতিরিক্ত মানসিক চাপে রাতে ঘুম না হওয়া, ওজন বেড়ে যাওয়া এবং পরবর্তীকালে ডায়াবেটিস এবং হৃদ রোগের আশঙ্কাও বেড়ে যায় কয়েক গুণ। আর এর জন্য শারীরিক সমস্যা তৈরি হয়, তা হলে সেটা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া (ইউবিসি)-এর মার্লাইস হোফার নামে এক ব্যক্তির দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুযায়ী, কোনো নারী যদি মানসিক চাপে ভোগেন তাহলে সে তার পুরুষসঙ্গীর গন্ধ শুঁকলে মানসিক তৃপ্তি অনুভব করেন। এ ক্ষেত্রে পুরুষসঙ্গীর ব্যবহার করা কোনো জিনিসের গন্ধ বা তার শার্টের গন্ধের কথা বলা হয়েছে।

অন্যদিকে, উদ্বেগের সময় যদি কোনো নারীর নাকে অপরিচিত কোনো ব্যক্তির গন্ধ আসে তাহলে তার শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়।

আরও পড়ুন: সন্তানের ভালো চাইলে স্কুলের টিফিনে যে ৫ খাবার দেওয়া যাবে না

জার্নাল অফ পারসোন্যালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত সেই গবেষণা পত্র অনুযায়ী, পুরুষসঙ্গী যখন দূরে থাকেন তখন অনেক নারীই সঙ্গীর টি-শার্ট পরেন, সঙ্গী বিছানার যে দিকটায় ঘুমাতেন সেই দিকে গিয়েই ঘুমিয়ে পড়েন। 

অথচ তারা জানেন না কেন তারা এই আচরণ করেন। গবেষণা অনুযায়ী পুরুষসঙ্গী কাছে না থাকলেও কেবল তাদের গন্ধই নারীদের মানসিক চাপ ও উদ্বেগ কমানোর হাতিয়ার হতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence