বিবিসি বাংলার সাক্ষাৎকারে শ্রীরাধা দত্ত

বাংলাদেশে আমেরিকার নিষেধাজ্ঞা ভারতের জন্য চিন্তার বিষয়

দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর শ্রীরাধা দত্ত
দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর শ্রীরাধা দত্ত  © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে নতুন ভিসানীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আলোচনা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা নিয়ে। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার হুমকির ইস্যুতে ভারত সরকার বাংলাদেশে সরকারের পাশে থাকবে কিনা এ প্রশ্ন উঠে এসেছে বেশ কয়েকবার।।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির প্রেক্ষিতে ভারতের ভূমিকার বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন ভারতের জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর শ্রীরাধা দত্ত। তার মতে বাংলাদেশে আমেরিকার নিষেধাজ্ঞা ভারতের জন্য চিন্তার বিষয়। 

তিনি বলেন, ‘পরপর দুটো নির্বাচন নিয়ে বিস্তর প্রশ্ন উঠলেও ভারত চোখ বুজে ফলাফলকে মেনে নিয়েছে। এটা ঠিক যে ভারত আওয়ামী লীগকে অন্ধের মত সমর্থন করেছে...কিন্তু আমেরিকা এখন যেভাবে ক্ষেপে উঠেছে সেটা ভারতের জন্য চিন্তার জায়গা তো বটেই। মনে হচ্ছেনা আমেরিকানরা পেছোবে। সেখানে ভারত কী করতে পারবে তা নিয়ে আমি সন্দিহান।’

আরো পড়ুন: ৩২ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ হতে পারে জুলাইয়ে

তবে ভারত সরকার কখনই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে দেন-দরবার করবে না বলেও মন্তব্য করেছেন তিনি।  শ্রীরাধা দত্ত বলেন, ‘আওয়ামী লীগ দিল্লির ওপর ভরসা করে এবং এখনও করবে, কিন্তু ভারতেরও কিছু সমস্যা রয়েছে। ভারত কি আমেরিকাকে বলবে বাংলাদেশ নিয়ে তোমরা যা করছো সেটি ঠিক নয়? আমার মনে হয়না ভারত তা করবে।’  

বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে ভারত সরকার দেন-দরবার করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ঠিক যে কূটনীতি বিভিন্ন চ্যানেলে হয়, ভারত হয়ত ট্র্যাক টু বা ট্র্যাক থ্রি চ্যানেলে একথা তুলবে, কিন্তু ভারত সরকার কখনই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে দেন-দরবার করবে না।’

রোহিঙ্গা সংকটের বিষয়ে ভারতের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের চাপ থাকলেও রোহিঙ্গা সংকটে নিয়েও ভারত মিয়ানমার সরকারের ওপর কখনই খোলাখুলিভাবে কোনো চাপাচাপি করেনি। তবে মিজ দত্ত স্বীকার করেন ভারত চায় আওয়ামী লীগের সরকার বাংলাদেশে থাকুক কারণ, তার মতে, নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগগুলো সবসময় শেখ হাসিনা আন্তরিকভাবে  বিবেচনা করেছেন যা নিয়ে দিল্লি কৃতজ্ঞ।’ 

ভারত যতই নিজেকে গুরুত্বপূর্ণ ভাবুক না কেন তাদের অনেক জায়গাতেই যুক্তরাষ্ট্রকে প্রয়োজন বলেও মনে করেন দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর শ্রীরাধা দত্ত। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence