বিয়ের আসরে বরকে বিয়ের দাবি পাত্রীর বোনের, অতপর...
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
বিয়ের অনুষ্ঠান চলছিল ঠিকমতোই। বরও এসেছে, শুরু হয়েছিল আনুষ্ঠানিকতাও। হঠাৎ বদলে গেল কনে। এমন ঘটনায় হৈ চৈ পড়ে গেছে বিয়ের আসরে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সব ঠিকঠাক রেখে বিয়ের দিন হাজির হন বর। কনের বাড়িতেও চেষ্টার কমতি ছিল না। এরই মধ্যে ঘটে গেল অকল্পনীয় এক ঘটনা। কনের বোন বরকে বিয়ের দাবি জানিয়ে বসেন।
খবরে বলা হয়েছে, বরযাত্রী আসার পর জয়মালার পর্ব সম্পন্ন হয়। শুরু হয় বিয়ের অন্যান্য অনুষ্ঠানও। রাত ১১টার দিকে কনের ছোট বোন পাত্রকে ফোন করেন ছাদে উঠে। ছাদে ডেকে হুমকি দিয়ে বলেন, বোনকে নয় তাকে বিয়ে করতে হবে। না হলে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।
পাত্রও বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বিষয়টি পরিবারকে জানান। কনের ছোট বোনকে বিয়ে করতে রাজিও হয় পাত্র। কিন্তু কনেপক্ষের লোকজন নারাজ। এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে পাত্র শেষ পর্যন্ত বিয়ে করে ছোট বোনকেই। এতে অবশ্য হস্তক্ষেপ করতে হয় পুলিশকেও।