সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে গিনেস রেকর্ড গড়লো আরব আমিরাতের সাঈদ

সাঈদ রাশেদ আইমহেইরি
সাঈদ রাশেদ আইমহেইরি  © সংগৃহীত

সর্বকনিষ্ঠ ব্যক্তি (পুরুষ) হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে আরব আমিরাতের চার বছর বয়সী সাঈদ রাশেদ আইমহেইরি। মাত্র চার বছর বয়সে একটি বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে সাঈদ। এর আগে সর্বকনিষ্ঠ ব্যক্তি (মহিলা) হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন সাঈদের বড় বোন আলধাবি। খবর খলিজ টাইমস

জানা গেছে সাঈদ রাশেদ আল-মেইরির বই 'দ্য এলিফ্যান্ট সাইদ অ্যান্ড দ্য বিয়ার' ক্রোধের উপর দয়ার জয় এবং দুটি প্রাণীর মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্বের গল্প বলে। সাইদ বইটি শুধু লেখেননি, চিত্রিতও করেছেন।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উদ্বেগ।

সাঈদের মা মৌজা আল দারমাকি বলেন, "যখন সে আমাদের গল্পটি বললেন, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম।" "কাহিনিটি কেমন হবে এবং সে কী বার্তা দিতে চায় সে সম্পর্কে তার পরিষ্কার ধারণা ছিল।"

মৌজা জানান, সাঈদ গল্পটি সহজ কথায় লিখেছিলেন এবং প্রথা অনুযায়ী, জিডব্লিউআর-এর বিচারকরা তার কাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছিলেন যে সে নিজেই এটি লিখেছেন কিনা তা নিশ্চিত করতে। এই মাসের শুরুতে তার রেকর্ড শিরোনাম যাচাই করা হয়েছিল। ইতোমধ্যেই সাঈদের বইটি প্রায় ১,০০০ কপি বিক্রি হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence