এবার ৭.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল চীন-তাজিকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কাপল চীন-তাজিকিস্তান
শক্তিশালী ভূমিকম্পে কাপল চীন-তাজিকিস্তান  © প্রতীকী ছবি

এবার চীন ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে দুদেশের সীমান্তে এই ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। অবশ্য তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল ২০ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।

পরে সে রিপোর্ট সংশোধন করা হয়। ইএমএসসি জানায়, কম্পনের মাত্র ছিল ৬ দশমিক ৩।


সর্বশেষ সংবাদ