আবারও প্রেমিকাকে হত্যা করে ফ্রিজে রাখলেন প্রেমিক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ AM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৩ PM
ভারতের দিল্লিতে প্রেমিকাকে হত্যা করে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগে প্রেমিককে প্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত প্রেমিকের নাম সাহিল (২৪)। নিহত প্রেমিকার নাম নিক্কি যাদব (২২)। সাহিল দিল্লির নজফগঢ়ের মিত্রাও গ্রামের বাসিন্দা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত নিক্কি যাদবকে তার প্রেমিক সাহিল গেহলট ৯ বা এবং ১০ ফেব্রুয়ারির মধ্যবর্তী রাতে শ্বাসরোধ করে হত্যা করেছিল। নিক্কিকে একটি গাড়িতেই শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর মিত্রান গ্রামের উপকণ্ঠে নিজের রেস্টুরেন্টের ফ্রিজে লাশ লুকিয়ে রাখেন সাহিল।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইন্স ডে-তেই ঘটনাটি সবার সামনে আসে। রেস্টুরেন্টের ফ্রিজের ভিতর ওই নারীর মরদেহ দেখতে পায় পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, সাহিল ও নিক্কির মধ্যে সম্পর্ক ছিল। সাহিলের সঙ্গে ২০১৮ সালে হরিয়ানার ঝাজ্জারের বাসিন্দা নিক্কির প্রথম দেখা হয়। পরে তারা একই কলেজে ভর্তি হয়। তারা দিল্লির গ্রেটার নয়ডা এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন। কোভিড লকডাউন শুরু হলে তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে আসে। লকডাউন শেষ হওয়ার পরে তারা আবার দ্বারকা এলাকায় বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে।
সাহিলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তরুণীর। প্রেমিক সাহিলের পরিবার তাকে অন্য কোথাও বিয়ের জন্য চাপ দিচ্ছিল। ১০ ফেব্রুয়ারি বিয়ের তারিখও চূড়ান্ত করে সাহিলের পরিবার। নিক্কি বিষয়টি জানতে পেরে সাহিলের মুখোমুখি হয় এবং এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।
আরও পড়ুন: কানাডার সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশি শিক্ষার্থীর
পুলিশ জানায়, সাহিল তার গাড়িতে রাখা মোবাইল ফোনের ক্যাবলের সাহায্যে নিক্কিকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার মালিকানাধীন রেস্টুরেন্টের গিয়ে তার লাশ ফ্রিজে রাখে। রেস্টুরেন্টটির মিত্রান গ্রামের উপকণ্ঠে একটি খালি প্লটে অবস্থিত। হত্যা এবং লাশ গুম করেই সে তার নিজের বাড়িতে গিয়ে অন্য নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এর আগেও একবার এমন ঘটনা ঘটেছে। গত ১৮ মে দিল্লির মেহেরৌলিতে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। খুনের পর শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরো করে আফতাব। এরপর দিল্লি শহরের বিভিন্ন জায়গায় তা ফেলতে থাকে সে। আফতাবকে ভালবেসে পরিবার, চাকরি, শহর ছেড়ে দিল্লিতে চলে এসেছিল তরুণী। যদিও তাঁর পরিণতি হয় মর্মান্তিক। এবার সেই দিল্লিতে প্রণয়ঘটিত অশান্তির জেরে খুন হলেন আরেক তরুণী।
সূত্র: ইন্ডিয়া টুডে।