জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী হিরো আলম

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
নিজ কেন্দ্র এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদানের পর গনমাধ্যমের সাথে কথা বলছেন হিরো আলম

নিজ কেন্দ্র এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদানের পর গনমাধ্যমের সাথে কথা বলছেন হিরো আলম © সংগৃহীত

বগুড়া উপনির্বাচনে বগুড়া-৬ (সদর উপজেলা) এবং ৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) দুই আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। এ নির্বাচনে স্বতন্ত্র ও আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার নিজ কেন্দ্র এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন হিরো আলম। তিনি জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর আছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কাহালু-নন্দীগ্রামে খোঁজ নিয়েছি আমার অবস্থান ভালো আছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে। বগুড়া-৬ আসনে গোলমালের আশঙ্কা করেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি। এর আগে ফজর নামাজে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন বলেও জানান তিনি।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে কেন্দ্রগুলোতে। এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। 

বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমরসহ জাসদ স্বতন্ত্র মিলে মোট প্রার্থী রয়েছেন মোট ১১ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৪৩টি এবং মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭শ ৪৩ জন। 

অন্যদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, জাপার শাহীন মোস্তফা কামাল ফারুকসহ স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোট কেন্দ্র ১১২টি এবং মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন।

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে অংশ নিতে পারবেন না জামায়াত প্রার্থী ফজলুল
  • ১২ জানুয়ারি ২০২৬
শত্রু দেশের ওপর নজরদারি করতে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9