টাকার অভাবে মায়ের লাশ কাঁধে করে ৫০ কি. মি. হাঁটলেন ছেলে

মায়ের মরদেহ ছেলে ও বাবার কাঁধে
মায়ের মরদেহ ছেলে ও বাবার কাঁধে  © সংগৃহীত

দিন আনা দিন খাওয়া ছেলে রাম প্রসাদ। অ্যাম্বুলেন্স ভাড়া ৩০০০ টাকা যোগাড় করতে না পেরে মায়ের মরদেহ কাঁধে করে বৃদ্ধ বাবাকে সাথে নিয়ে ৫০ কিলোমিটার পায়ে হেঁটে বাসায় ফিরেছেন তিনি। ভারতের জলপাইগুড়ির এমন ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া ডটকমের

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালের সময় হাসপাতাল থেকে ব্যস্ত রাস্তা দিয়ে ছেলের ও বাবার কাঁধে মায়ের মরদেহ বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান, হতভম্ব হয়ে যান এলাকাবাসীর। 

এ সময় রাস্তায় থাকা মানুষ দেখে ছেলের কাঁধে লাশের মাথার দিক, আর বাবার কাঁধে লাশের পায়ের দিক। শহরের রাম প্রসাদের বাসা প্রত্যন্ত গ্রাম ক্রান্তি নগরডাঙ্গার দুরুত্ব প্রায় ৫০ কিঃ মিঃ। এ কারণে পথ চলতে চলতে পথিমধ্যে ক্লান্ত হয়ে মায়ের মরদেহ জমিনে রেখে অবসর নিতেও দেখা যায় তাদের।

আরও পড়ুন: ঢাবিতে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়লো মঞ্চ (ভিডিও)

এ বিষয়ে জলপাইগুড়ি হসপিটাল ও মেডিকেল কলেজের এক কর্মকর্তা কল্যাণ খান বলেন, দূর্ভাগ্যবশত এমন একটি ঘটনা ঘটেছে। কারণ এখানে সরকারি খরচে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়। হয়তো এই পরিবারের লোকজন সেটা বুঝতে পারেনি। যদি তারা হসপিটালের রোগী সেবা কেন্দ্রে যোগাযগ করত তাহলে তারা সেবা পেত।


সর্বশেষ সংবাদ