যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ © সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বস্টনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী ফয়সাল আরিফ (২০)। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ক্যামব্রিজে পুলিশ দপ্তরের সামনে এ বিক্ষোভ করেন তারা। এছাড়াও আগামী সোমবার (৯ জানুয়ারি) ক্যামব্রিজ সিটি হলের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ সময় বিক্ষোভকারীরা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের আদলে ‘বাংলাদেশি লাইভস ম্যাটার টু’ বলে স্লোগান দেন। এক বিক্ষোভকারী বলেন, পুলিশ চাইলেই তাকে সেভ করতে পারত। তবে তা করা হয়নি। সেজন্য আমরা বিক্ষোভ করছি।
নিহত শিক্ষার্থী ফয়সালের বাবা বলেন, আমার ছেলের ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখতে পারেন। আমি এ ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
আরও পড়ুন: সপ্তম শ্রেণির বইয়ে তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ঋতু
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ফয়সাল আরিফ (২০) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তার বাবা মুজিবর রহমান বোস্টন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।