'বুকার' পুরষ্কার পেলেন শ্রীলঙ্কার লেখক শেহান কারুনাতিলাকা

লেখক শেহান কারুনাতিলাকা
লেখক শেহান কারুনাতিলাকা  © সংগৃহীত

‘দ্য সেভেন মুনস অব মালি আলমিদা’ বইয়ের জন্য ২০২২ সালের বুকার পুরষ্কার পেলেন শ্রীলঙ্কার লেখক শেহান কারুনাতিলাকা।

সোমবার (১৭ অক্টোবর) লন্ডনে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা চালর্সের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার কাছ থেকে পুরস্কারের ট্রফি গ্রহণ করেন শেহান কারুনাতিলাকা। খবর বিবিসি

বিবিসি জানায়, একজন আলোকচিত্রী সাংবাদিক (ফটোগ্রাফার) দেশের গৃহযুদ্ধে নিহত হওয়ার কাহিনী নিয়ে ফিকশনধর্মী বইটি লেখা হয়েছে। যিনি মৃত অবস্থায় জেগে ওঠেন এক সপ্তাহের মধ্যে বন্ধুদের কাছে তার ছবি খুঁজে বের করা এবং যুদ্ধের নৃশংসতা প্রকাশ করার জন্য।

আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ৯৭ হাজার।

পুরস্কার পাওয়ার পর তিনি গর্বিত বলে মন্তব্য করেন শেহান করুনাতিলক। ট্রফির পাশাপাশি তাকে ৫৬ হাজার ডলার তুলে দেওয়া হয়।

লেখক শেহান করুনাতিলক জানান, তিনি ২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সমাপ্তির পরে একটি ভূতের গল্প লেখেন যেখানে মৃতরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে। সেই যুদ্ধে কতজন বেসামরিক লোক মারা গিয়েছিল এবং কারা দায়ী ছিল তা নিয়ে তুমুল বিতর্ক চলছিল।

যুক্তরাজ্য প্রতিবছর সাহিত্যে ‘বুকার’ পুরস্কার দেয়। ইংরেজি ভাষায় লেখা সেরা মৌলিক উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শেহান কারুনাতিলাকা দ্বিতীয় শ্রীলঙ্কান যিনি মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence