ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ১৭৪

ইন্দোনেশিয়ায় সংঘর্ষে নিহত বেড়েছে
ইন্দোনেশিয়ায় সংঘর্ষে নিহত বেড়েছে  © সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাড়িঁয়েছে। আহত হয়েছেন আরও ১৮০ জন।

রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক রিপোর্টে মৃতের সংখ্যা প্রায় ১৩০ জন, কিন্তু পরে কর্মকর্তারা একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ঘোষণা করেছে যে সংখ্যাটি ১৭৪ এ পৌঁছেছে। এ ঘটনাটি ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে খারাপ স্টেডিয়াম বিপর্যয়ের মধ্যে পরিণত হয়েছে। 

এর আগে শনিবার রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং ভিড়পূর্ণ স্টেডিয়ামে হোম টিম আরেমা এফসি তিক্ত প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে যাওয়ার পরে সংঘর্ষে জড়ায় দর্শকরা। সংঘর্ষ থামাতে আক্রমণকারী সমর্থকদের উপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে হাজার হাজার লোক কাঞ্জুরুহান স্টেডিয়ামের গেট দিয়ে একসাথে বের হতে নিলে অনেকের দম বন্ধ হয়ে এবং বাকিরা পদদলিত হয়ে মারা যায়।

আরও পড়ুন: নগরবাউল জেমসের জন্মদিন আজ।

দেশটির প্রধান নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বলেন, স্টেডিয়ামটিতে দর্শক ধারণ ক্ষমতা ৩৮ হাজার। তবে সেখানে ৪২ হাজার দর্শক উপস্থিত ছিল শনিবার।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার বড় লিগের সব ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় আগামী বছর মে ও জুন মাসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence