কুয়াকাটায় ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় অতিথিরা

মতবিনিময় সভায় অতিথিরা © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় পর্যটন নগরীর খান প্যালেস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সভার আয়োজন করে, সহযোগিতা করে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম।

সভায় বক্তারা বলেন, ‘সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাধ্যমিক শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠদান পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণের সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং নৈতিক শিক্ষার সমন্বয় অপরিহার্য।’

তাদের বক্তব্যে আরও উল্লেখ ছিল, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে শুধু শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান নয়, সহশিক্ষা কার্যক্রমও সমানভাবে জোরদার করতে হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ মাধ্যমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের মূল চাবিকাঠি।

মতবিনিময় সভায় শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বরিশাল বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস সালাম, বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাকলাদার, সিস্টেম অ্যানালিস্ট এফ. এম. শহীদুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুজ্জামান কামাল, উপসচিব মো. আবুল বাসার হাওলাদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ ও সাংবাদিক মো. মুসা মিয়াসহ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9