ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্র © ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রে (কেন্দ্রীয় খেলার মাঠ) খেলাধুলা, শরীরচর্চা ও অনুশীলন কার্যক্রমে কোনো নতুন নির্দেশনা বা নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে বিষয়টি নিয়ে কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে তারা। আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় (কেন্দ্রীয় খেলার মাঠ)-এ খেলাধুলা, শরীরচর্চা ও অনুশীলন কার্যক্রমে কোনো নতুন নির্দেশনা বা নিষেধাজ্ঞা নেই। পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শারীরিক শিক্ষা কেন্দ্রের সব কার্যক্রম বর্তমানে সম্পূর্ণরূপে বলবৎ রয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র ছাত্রীরা কেন্দ্রীয় খেলার মাঠসহ শারীরিক শিক্ষা কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালিত সব ইভেন্টের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে নিয়মিতভাবে অনুশীলন, শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।