কার্ড ছাপিয়ে ১৮ পুরুষের ডিভোর্স পার্টি উদযাপন

১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ PM
বিবাহ বিচ্ছেদ উদযাপন

বিবাহ বিচ্ছেদ উদযাপন © সংগৃহীত

বিয়ে অনেকের জন্যই ভালো ব্যাপার, কারো জন্য তা হয়তো বিষাদেরও। এই তিক্ততা আর না বাড়াতে কেউ কেউ বেছে নেন বিচ্ছেদের পথ। এমন একদল পুরুষ এবার জড়ো হচ্ছেন এক অনুষ্ঠানে। বিচ্ছেদ উদযাপনের এই পার্টির জন্য কার্ডও ছাপিয়েছেন তারা।

মধ্যপ্রদেশের ভোপালের এই ঘটনা এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

বিচ্ছেদ করাতে ইচ্ছুক পুরুষদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ভাই ওয়েলফেয়ার সোসাইটি এই বিয়েবিচ্ছেদ পার্টির আয়োজন করেছে।

সংস্থাটি বলছে, বিচ্ছেদের সঙ্গে সঙ্গে তাদের জীবন শেষ হয়ে যায়নি এবং তারা যেন ভালো কিছু করতে পারেন, এ ব্যাপারটি নিয়ে উৎসাহ দিতেই আয়োজন। অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, মানসিক অবসাদ- এসব ব্যাপার পেরিয়ে যখন একটা মানুষ এমন স্বাধীনতা পায় তখন তার উদযাপন করা উচিত বলে মনে করেন সংস্থার প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ ‘হোস্টেলে সিনিয়রদের যৌন হেনস্তা, ট্রমার মধ্যে কেটেছিল স্কুল জীবন’

ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য জাকি আহমেদ বলেন, ‘গত আড়াই বছরে বিয়েতে জীবন জটিল হয়ে পড়ছিল, এমন ১৮ পুরুষের পক্ষে লড়ে তাদের বিচ্ছেদে সহায়তা করেছি আমরা। সব সময় এই মানুষগুলোকে আমরা মানসিকভাবে সাহায্য করেছি।’

তিনি বলেন, ‘আদালতসহ নানা ক্ষেত্রে বেশ চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে এই পুরুষদের। এ জন্য নতুন উদ্যমে জীবন শুরু করতে তাদের নিয়ে এমন উৎসাহদায়ক আয়োজন করা দরকার।’

জাকি আহমেদ বলেন, ‘বিচ্ছেদের পর অনেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। আমাদের আয়োজন তাদের আস্থা বাড়াতে সহায়তা করবে।’ বিচ্ছেদ হওয়া পুরুষদের মধ্যে কারো বিয়ের বয়স ছিল মাত্র কদিন, কারো বা ৩০ বছরের মতো। তাদের একেকজনের বয়স একেক রকম।

জাকি আহমেদ জানান, তারা খুব ছোট পরিসরে গোপনে আয়োজন করতে চেয়েছিলেন। তবে কীভাবে যেন আমন্ত্রণপত্রের কার্ড ভাইরাল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আয়োজন ছোট হবে। তবে এখন বিষয়টি ভাইরাল হওয়ায় বড় ধরনের পার্টি করছি।

তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
৪৭ শতাংয়ের বেশি মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬