১৩ বছরের খুশবু হলেন মহিলা ফিদে মাস্টার

ওয়াসরিয়া খুশবু
ওয়াসরিয়া খুশবু  © সংগৃহীত

মাত্র ১৩ বছর বয়সেই আন্তর্জাতিক দাবা অঙ্গনে বড় সাফল্য অর্জন করেছেন সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। বিশ্ব দাবা সংস্থা তাকে প্রদান করেছে মহিলা ফিদে মাস্টার খেতাব। বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি এই মর্যাদা অর্জন করেছেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো নারী দাবাড়ুর রেটিং ২১০০ হলে মহিলা ফিদে মাস্টার খেতাবের জন্য আবেদন করা যায়। খুশবু সেই শর্ত পূরণ করেছেন বহু বয়সভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে।

আরও পড়ুন: দেশ সেরা পেস অলরাউন্ডার হতে চান রিজান হোসেন

বাংলাদেশে নারীদের দাবা যাত্রা অনেক দিনের হলেও এখনো কোনো মহিলা গ্র্যান্ডমাস্টার নেই। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন কেবল রাণী হামিদ, শারমিন শিরিন সুচি ও শারমিন লিজারা—যারা হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার।

মহিলা আন্তর্জাতিক মাস্টারের নিচের ধাপ হলো মহিলা ফিদে মাস্টার। এই খেতাবপ্রাপ্ত নারী দাবাড়ুর সংখ্যা বাংলাদেশে দশজনও হয়নি। এর বাইরে কয়েকজন ক্যান্ডিডেট মাস্টার আছেন, তবে বৈশ্বিক দাবায় সেটি আনুষ্ঠানিক খেতাব হিসেবে বিবেচিত হয় না।


সর্বশেষ সংবাদ