বোস্টন ম্যারাথনে যাচ্ছেন আয়রনম্যান আরাফাত

বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত
বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত  © সংগৃহীত

বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বোস্টন ম্যারাথনে অংশগ্রহণ করছেন। এ জন্য ১০ বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (১৩ এপ্রিল) রাতে ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

আরাফাত লিখেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষার্থীদের জন্য এক স্বপ্নের ঠিকানা, ঠিক তেমনি একজন রানারের জন্য বোস্টন ম্যারাথন সেই স্বপ্নের হার্ভার্ড! আর আমরা যারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকার মতো এক বিশৃঙ্খল ও চ্যালেঞ্জে ভরা শহরে বসবাস করি—তাদের জন্য এই স্বপ্নটা শুধু বিশালই নয়, প্রায় অসম্ভবের কাছাকাছি।

ঢাকায় বসে বোস্টন ম্যারাথনের জন্য কোয়ালিফাই করাটাই যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্টার্ট লাইনে গিয়ে দাঁড়ানো। কারণটা আমরা সবাই কমবেশি জানি—এখানে শুধু সময় আর ফিটনেসই নয়, দরকার হয় অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা, আত্মত্যাগ আর অবিরাম অধ্যবসায়ের।

আরাফাত বলেন, প্রতিদিনই শুনি—‘এই কষ্ট করে কী লাভ?’, ‘ঢাকায় থেকে এসব করা কি আসলেই দরকার?’ সত্যি বলতে, আমি জানি না এসব করে কী লাভ। তবে আমি বিশ্বাস করি—এই একটি ম্যারাথনের জন্য আমি গত ১০ বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি। সেই দীর্ঘ সাধনার পর, আজ আমি বোস্টন ম্যারাথনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এই পথচলায় আমি শুধু দৌড়াইনি, দৌড়েছি নিজের সীমাকে অতিক্রম করার জন্য। এবং সেই চেষ্টায়, আমি নিজের চোখে নিজেকে জয়ী মনে করি।

আরো পড়ুন: নাটকীয় জয়ে বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

এই জয় আমাকে দিয়েছে আত্মবিশ্বাস, দিয়েছে দেশের পতাকা বহনের গর্ব। আর সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই ভালোলাগা, এই আত্মতৃপ্তিই আমাকে বছরের পর বছর ধরে একটি লক্ষ্যকে ঘিরে অটুট থাকতে সাহায্য করেছে।

তিনি বলেন, এই দীর্ঘ যাত্রায় পেয়েছি অনেক শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা, পেয়েছি কিছু অকৃত্রিম বন্ধুর পাশে থাকা, আর পেয়েছি কিছু নিঃস্বার্থ পৃষ্ঠপোষক যারা আমার স্বপ্নকে তাদের নিজের মতো করে আপন করেছেন। এই স্বপ্নপূরণে পাশে থাকার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই—Clear Men Bangladesh, MGI (মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ) ও অ্যাপেক্স লঞ্জেরী লি.— আপনাদের সহযোগিতা ছাড়া এই যাত্রা এতটা সুন্দর হতো না।

এ স্বপ্নে সঙ্গী হবার জন্য ধন্যবাদ জানিয়ে আরাফাত বলেন, এগিয়ে চলুক আমাদের গল্প, ছড়িয়ে পড়ুক স্বপ্নের বার্তা। রোড টু বোস্টন আপডেট দেব কয়েকদিন! এখন বোর্ডিং হলো! দোয়া রাখবেন!


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence