শূন্যপদে বদলির পরিপত্র জারি, সংশ্লিষ্টদের সংবর্ধনা দেবে শিক্ষক ঐক্য পরিষদ

২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

শূন্যপদের বিপরীতে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি পরিপত্র জারি হওয়ায় বদলি সংশ্লিষ্টদের সংর্ধনা দেবে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান হবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, বদলির পরিপত্র হওয়ায় সমগ্র শিক্ষক সমাজের মধ্যে খুশির জোয়ার বইছে। যারা দীর্ঘদিন বদলির নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের জন্য আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা।

তিনি আরও বলেন, আগামীকালকের অনুষ্ঠানে আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাব। অনুষ্ঠানে সব শিক্ষককে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

জানা গেছে, পূর্বে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নাম ছিল এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী  শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি  প্রত্যাশী ঐক্য পরিষদ। বদলির পরিপত্র জারি হওয়ায় পূর্বের নাম সংস্কার করে "বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ" নামে সংস্কার করা হয়েছে। উক্ত সংগঠনটি ২০২২ সাল থেকে বদলির জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর একাধিকবার কর্মসূচি পালন করেছেন। যার পরিপ্রেক্ষিতে শূন্য পদে বদলির ক্ষেত্রে সফলতা অর্জন হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উক্ত সংগঠনটি শিক্ষকদের সকল বৈষম্য নিয়ে কাজ করবে এবং শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার করেছে।

জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ইনকিলাব মঞ্চের সেই শান্তা জয়ী
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬