এইচএসসি পরীক্ষা নেওয়া উচিত ছিল: সিরাজুল ইসলাম চৌধুরী

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী  © ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে অন্তত এইচএসসি পরীক্ষা নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। জনপ্রিয় এক বাংলা দৈনিকে এ মন্তব্য করেন তিনি।

সেখানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, করোনা যে বিপর্যয় ডেকে এনেছে তা অপ্রত্যাশিত ছিল। বিপর্যয়ের মুখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো না নিয়ে উপায় ছিল না। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে অন্তত এইচএসসি পরীক্ষা নেওয়া উচিত ছিল।

তিনি বলেন, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত যে প্রমোশন দেওয়া হলো, এটিও ক্ষতি হয়ে গেল। শিক্ষার্থীরা কতটুকু পড়াশোনা করল সেটি যাচাই হলো না। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা নেওয়া উচিত ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেহেতু বন্ধ আছে তাই কেন্দ্রসংখ্যা বাড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই পরীক্ষার আয়োজন করা যেত।

করোনা থেকে ভবিষ্যতের করণীয় সম্পর্কে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়ে এই শিক্ষাবিদ বলেন, ‘করোনার প্রকোপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উপায় নেই। যেসব দেশ করোনার মধ্যে স্কুল-কলেজ খুলেছে তাদের শিক্ষার্থী-সংখ্যা কম। স্বাস্থ্যবিধি মেনে আমাদের দেশে এসব প্রতিষ্ঠান খোলা অসম্ভব ছিল। আশা করব শীতকালে করোনার প্রকোপ শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করা হবে। কারণ যে ক্ষতি হয়েছে তা কঠিন হলেও পূরণ করতে হবে। ক্লাসরুমের পড়াশোনা ও পরীক্ষাতেই বেশি গুরুত্ব দিতে হবে আমাদের। করোনা থেকে এ শিক্ষা নিতে হবে। বার্ষিক পরীক্ষা ছাড়া বাকি অন্য পরীক্ষাগুলো কমিয়ে আনা যেতে পারে।’

গুচ্চ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে তিনি আরো বলেন, অনেক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে। এমন ভর্তি পরীক্ষা অনেকের দাবি ছিল। বিশ্ববিদ্যালয়গুলোর এ আগ্রহ অনেক ইতিবাচক। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা নিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ অনেক কমে যাবে।


সর্বশেষ সংবাদ