বিজয় দিবস আছে কিন্তু মানুষের স্বাধীনতা নেই

  © টিডিসি ফটো

প্রায় দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তা পার করল ৪৮ বছর। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিন অপরাহ্নে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

দিবসটিতে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।

ড. তুহিস মালিক লিখেন, “সাম্য, মানবিক মযার্দা, ন্যায়বিচার ও গণতন্ত্র- এগুলোই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা। কিন্তু এই সবগুলোই আজ স্বাধীন বাংলাদেশ থেকে নির্বাসিত! আজ স্বাধীনতা দিবস আছে। বিজয় দিবস আছে। ১৬ই ডিসেম্বর আছে। কিন্তু দেশের মানুষের কোন স্বাধীনতা নাই।

তবে, লক্ষ শহীদের আত্মত্যাগের বাংলাদেশে জনগণের স্বাধীনতা মুক্তি পাবেই। আবারও উদযাপিত হবে স্বাধীন বাংলাদেশে গনতন্ত্রের বিজয় উৎসব। এই প্রত্যয়ে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।”

(ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)


সর্বশেষ সংবাদ