মাস্তান অবৈধ বাসিন্দাদের সঙ্গে হল প্রভোস্টদের সম্পর্ক বেশি

১০ অক্টোবর ২০১৯, ০৮:৪৯ AM

© সংগৃহীত

আবাসিক ছাত্রাবাসে প্রভোস্ট পদে একজন শিক্ষক থাকেন। তাঁর সাথে আরও কয়েকজন শিক্ষক ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, সহ-আবাসিক শিক্ষক হিসেবে থাকেন। ১০/১৫ জনের একটি টিম থাকে।

বুয়েটের হলের প্রভোস্ট-এর কাজ তো খুবই সহজ হওয়ার কথা। সবেচেয়ে মেধাবী ছেলে-মেয়েরা বুয়েট এ পড়ে। হলগুলোর সুযোগ-সুবিধাও দেশের অন্যান্য ক্যাম্পাস থেকে ভালো। প্রভোস্ট এবং তাঁর টিম যদি ছাত্রবান্ধব হতেন, তাহলে এমন নৃশংস ঘটনা ঘটত না।

হলের প্রতিটি কক্ষ, বাসিন্দার রেকর্ড প্রভোস্ট এর কাছে থাকা উচিত। কোন রুমে নেশা করা হয়, কোন রুমে অস্ত্র আসে, সব হল প্রশাসনের নখদর্পণে থাকতে হবে এবং জানা মাত্র ব্যবস্থা নিতে হবে।

প্রভোস্টদের দেখি উল্টো মাস্তানদের সাথেই উঠাবসা বেশী থাকে। সাধারণ ছাত্রদের ধারেকাছেও যান না ইনারা। সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে হল চালাতে হবে।

নিজের অভিজ্ঞতার আলোকে বলছি, হল প্রভোস্টদের সাথে সন্ত্রাসী, মাস্তান, অবৈধ বাসিন্দাদের সম্পর্ক বেশি থাকে। সাধারণ ছাত্রের কষ্ট তারা পাত্তা দেন না। ব্যতিক্রম কোনো প্রভোস্ট থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি অধিকাংশের কথা বলছি।

লেখক: সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ধানের শীষে আস্থা রাখলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন হবে: তারে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
প্রশাসনিক অফিসার নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬