সৈয়দ মনজুরুল ইসলাম

শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে

২৮ নভেম্বর ২০১৮, ১০:১৪ AM
কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম

কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম

বিশ্বের উন্নত দেশগুলোয় শিক্ষা খাতের বাজেটে ৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে ২ দশমিক ১ শতাংশ পর্যন্ত বরাদ্দ মেলে। শিক্ষা খাতে প্রদত্ত বিনিয়োগ ফিরে আসে প্রজন্ম ধরে। তাই দেশের সার্বিক উন্নতি চাইলে এ খাতে বাজেট বাড়াতে হবে বলে মঙ্গলবার এক সাক্ষাৎকারে মন্তব্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।

তিনি আরও বলেন, শিক্ষা, শিক্ষক ও পাঠ্যপুস্তকের মান বাড়াতে উদ্যোগ নিতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা না বাড়ালে মেধাবী শিক্ষার্থীরা এ পেশায় আসতে আগ্রহী হবে না। শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে মানবসম্পদ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মূল্যায়ন বাড়িয়ে পাবলিক পরীক্ষার সংখ্যা কমিয়ে আনতে হবে।

বিশেষ করে পিইসি-জেএসসির মতো পরীক্ষা বাদ দেওয়া উচিত। অপ্রয়োজনীয় পরীক্ষা বন্ধ হলে কোচিং ও নোটবই বাণিজ্য বন্ধ হবে। স্বনামধন্য এই শিক্ষাবিদ আরও বলেন, প্রাথমিক শিক্ষা পঞ্চম থেকে বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত করতে হবে। মাধ্যমিক করতে হবে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

 বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে উচ্চশিক্ষা শুরু। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করলে দেশের উন্নয়ন-প্রবৃদ্ধি আরও জোরদার হবে। ইশতেহার শুধু নির্বাচনকালীন কৌশল হিসেবে না নিয়ে এর বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার বিষয়ে জোর দেন তিনি।

সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬