© ফেসবুক থেকে নেয়া
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষে ‘ভর্তি’ পরীক্ষার ফলাফল যেভাবে প্রচার করা হয়, তা কি সঙ্গত? আমার বিবেচনা হচ্ছে, এই পরীক্ষাগুলোতে আদতে পাশ-ফেলের ব্যাপার নাই। খুব সীমিত আসনে কিছু শিক্ষার্থীকে ভর্তি করাতে একটা বাছাই পরীক্ষার আয়োজন করে বিশ্ববিদ্যালয়গুলো। কোন মান-নির্ধারণী পরীক্ষা নয় এটি। কিছু একটা আয়োজন করে শিক্ষার্থীদের বাছাই করা হয় মাত্র।
এই বাছাই প্রক্রিয়া-পদ্ধতি আমার বিবেচনায় যাচ্ছেতাই, মাথামুণ্ডুহীন। আজ পর্যন্ত যেহেতু বড় করে প্রশ্ন ওঠেনি, তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আরামদায়ক ও লাভজনক এই পদ্ধতি অব্যহত আছে। তাই বলে, এই ফলাফলের আলোকে শিক্ষার্থীদের পাশ-ফেল নির্ধারণ করাটা যথার্থ হতে পারে না।
আমরা যারা বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়া ভর্তিচ্ছুদের মান নিয়ে প্রশ্ন তুলি, তারা কি জানি, কী বিচিত্র সব প্রশ্নের উত্তর তাদের কাছে চাওয়া হয়! বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে কথা বলা হয়তো আমার পক্ষে সঙ্গত হবে না, কিন্তু "সাধারণ জ্ঞান"- এর নামে যা জানতে চাওয়া হয়, তার দু একটি নমুনা দিলে অনেকেরই সম্ভবত আক্কেলগুড়ুম হয়ে যাবে!
খ্যাতিমান এক লোক-বিশ্ববিদ্যালয়ের চলতি ‘ভর্তি’ পরীক্ষায় ‘সাধারণ জ্ঞান’ অংশের ক'টি প্রশ্নের নমুনা দিচ্ছি- (পরীক্ষার্থীদের সাথে কথা বলে এগুলো পাওয়া)
প্রশ্ন ১। UDD এর পূর্ণরূপ কী?
উত্তর:
ক। Urban Development Division
খ। Urban Development Department
গ। Urban Development Directorate
ঘ। কোনটিই নয়
প্রশ্ন ২। সম্প্রতি মহাসড়কে টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কোন সংস্থা?
উত্তর:
ক। রাজউক
খ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
গ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ঘ। সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ
প্রশ্ন ৩। কোন উড়ালসড়কে টোল নেয়ার ব্যবস্থা আছে?
উত্তর:
ক। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক
খ। কুড়িল ফ্লাইওভার
গ। বনানী ফ্লাইওভার
ঘ। মহাখালী ফ্লাইওভার
প্রশ্ন ৪। নারী সংরক্ষিত আসন নির্ধারণ হয় কীভাবে?
উত্তর:
ক। প্রতি ওয়ার্ডে একজন
খ। প্রতি তিন ওয়ার্ডে একজন
গ। প্রতি ওয়ার্ডে তিনজন
ঘ। স্মরণ করতে পারছি না
প্রশ্ন ৫। কোনটি কৃষি ঋণ নেয়ার প্রাতিষ্ঠানিক উৎস নয়?
উত্তর:
ক। কৃষি ব্যাংক
খ। সমবায় ব্যাংক
গ। গ্রামীণ ব্যাংক
ঘ। পল্লী উন্নয়ন ব্যাংক
প্রশ্ন ৬। সম্পত্তি বণ্টন করে থাকে কারা?
উত্তর:
ক। কেন্দ্রীয় প্রশাসন
খ। ফার্ম ও অন্যান্য সংস্থা
গ। সম্পদের মালিকগণ
ঘ। স্মরণ করতে পারছি না
মানসিক দক্ষতা বিষয়ক একটি প্রশ্ন দেখুন-
In Bangladesh a widow can marry her brother in law but a man cannot marry his dead wife's sister.
উত্তর:
a. Always
b. Sometimes
c. often
d. never
-এই সব প্রশ্নের উত্তর যারা দিতে পারে না, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠ নেওয়ার অযোগ্য বলা যায়?
আমার মনে হয়, লোক-বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভর্তি হতে আসেন, তাদের আদতে একটা ক্যাসিনোতে ঢুকিয়ে দেওয়া হয়। এদের কেউ কেউ ভাগ্যজোরে দান মেরে দেন মাত্র, পাশ-ফেলের প্রশ্ন এখানে অবান্তর। কিন্তু যে প্রশ্ন মনে বার বার হানা দেয় তা হলো, ভর্তি ব্যাপারটির এই জুয়াখেলায় পরিণত হওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের দায় নিয়ে তারা কি কিছু ভাবেন?
*ফেসবুক থেকে নেয়া