শূন্য পদের তথ্য সংগ্রহের সময় ফের বাড়লো

০৪ আগস্ট ২০২২, ০৭:৪৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এমপিও পদের তথ্য সংগ্রহ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ৩১ জুলাই তথ্য দেওয়ার সময় থাকলেও সেদিন এক বিজ্ঞপ্তিতে সাতদিন সময় বাড়ানো হয়। এই সময় আবারও বর্ধিত করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের তথ্য দেওয়ার সময় বাড়ানোর কথা জানায় এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে MPO শূন্য পদের অধিযাচন (e-Requisition) প্রদান করার সময় ৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল। বেসরকারি প্রতিষ্ঠানসমূহের আবেদনের প্রেক্ষিতে এবং মাদ্রাসায় পূর্বের জুনিয়র মৌলভী পদ বর্তমানে ইবতেদায়ী মৌলভী এবং পূর্বের জুনিয়র শিক্ষক (সাধারণ) বর্তমানে ইবতেদায়ী শিক্ষক পদসহ অন্যান্য পদে অধিযাচন দেয়ার সুবিধার্থে শূন্য পদে অধিযাচন (e-Requisition) প্রদানের সময়সীমা আগামী ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত নির্দেশক্রমে বর্ধিত করা হলো।’’

আরও পড়ুন: গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষার সুযোগ থাকছে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘যে সকল মাদ্রাসা ইবতেদায়ী মৌলভী এবং ইবতেদায়ী শিক্ষক পদ ব্যতীত ইতোমধ্যে e-Requisition কার্য সম্পন্ন করেছেন, সে সকল মাদ্রাসা (e-Requisition) সংশোধন (Edit) করার সময় উক্ত ২টি পদে চাহিদা (e-Requisition) প্রদান/সংশোধন করতে পারবেন। e-Requisition প্রদানের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে e-Requisition সংশোধন (Edit) করার জন্য সময় দেয়া হবে।‘’

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬