প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু হতে পারে শনিবার

২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ জন প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের আবেদন আগামী শনিবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হতে পারে। তবে বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হলে আবেদন রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে টেলিটকের সঙ্গে সভা করা হয়েছে। টেলিটককে দ্রুত সময়ের মধ্যে আবেদনের লিংক তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছে সংস্থাটি।

সূত্রের তথ্য অনুযায়ী, আবেদন সংক্রান্ত লিংক তৈরির কার্যক্রম শেষ হওয়ার পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী শনিবার থেকে আবেদন শুরুর সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদনের প্ল্যাটফর্ম প্রস্তত না করা পর্যন্ত আবেদন শুরুর তারিখ চূড়ান্ত করা যাচ্ছে না। তবে নির্বাচনের ছুটি শুরুর পূর্বেই আবেদনের প্রক্রিয়া শেষ করে রাখার পরিকল্পনা করা হয়েছে। আমরা প্রতিনিয়ত টেলিটকের সঙ্গে যোগাযোগ করছি।’

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯টি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ ১৯০টি।

সূত্রের তথ্যানুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি শূন্যপদ রয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের প্রতিষ্ঠানে অধ্যক্ষ ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি পদ শূন্য। ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি; আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি; দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, সহকারী সুপারিনটেনডেন্ট ১ হজার ৪টিসহ মোট শূন্যপদ ৩ হাজার ১৩১টি পদ শূন্য রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি। ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টি, সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্যপদ রয়েছে ১৯০টি।

বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের ছুটি বাস্তবায়নের নির্দেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬